/ Achievements

পুরাতন ঢাকার একটি অনগ্রসর পরিবেশে অবস্হিত হওয়া সত্তেও বর্তমান পরিচালনা পরিষদ ও শিক্ষক মন্ডলীর সম্মিলিত চেষ্ঠার বিদালয়টি ক্রমানবয়ে উন্নতি পথে এগিয়ে চলছে। 

১৯৩৩ সালে মাত্র অল্প সংখ্যক ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। ক্রমান্বয়ে ছাত্রী সংখ্যা বৃদ্ধির ফলে দুটি শিফট চালু আছে এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা ১০০তে উন্নীত হয়েছে। ফলাফলের দিক দিয়ে কোতয়ালী থানার মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে আছে।

২০১৩ সালে এসএসসিতে মানবকি শাখা থেকে ৩জন মেধাতালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে ১৬তম, ৪৬তম, ৫১তম ও ব্যবসায় শিক্ষা থেকে ১জন  ৩৭তম স্হান অধিকার করে।

২০১৪ সালে এসএসসিতে মানবকি শাখা থেকে ২জন মেধাতালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে ১২তম ও ১০৩তম স্হান অধিকার করে।

২০১৫ সালে এসএসসিতে গড়ে ৯১% পাশ করে।  উল্লেখ্য যে বিজ্ঞান বিভাগে পাশের হার ১০০%। 
২০১৬ সালে জেএসসি পরীক্ষর্থী ২৬০ জন, উত্তীর্ণ হয়েছে ২৫০ জন। পাসের হার ৯৭% এবং জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।
২০১৬ সালে এসএসসি পরীক্ষর্থী ২১৬ জন, উত্তীর্ণ হয়েছে ২০১ জন। পাসের হার ৯৪% জিপিএ ৫ পেয়েছে ১৫ জন।
২০১৭ সালে জেএসসি পরীক্ষর্থী ২২০ জন, উত্তীর্ণ হয়েছে ১৯৭ জন। পাসের হার ৯০% এবং জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।
২০১৭ সালে এসএসসি পরীক্ষর্থী ২০৪ জন, উত্তীর্ণ হয়েছে ১৭১ জন। পাসের হার ৮৪% জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।
২০১৮ সালে এসএসসি পরীক্ষর্থী ২৪১ জন, উত্তীর্ণ হয়েছে ২২১ জন। পাসের হার ৯২% জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।
২০১৮ সালে পিএসসি পরীক্ষায় ১০০% পাস, ৭জন বৃত্তি পেয়েছে এবং ১জন বংশাল থানায় ৫৮৮ নম্বর পেয়ে ১ম হয়েছে।

 ক্রমবর্ধমান হারে বাড়তে বাড়তে বর্তমান বিদ্যালয়টির ছাত্রী সংখ্যা ২২০০ তে উন্নতি হয়েছে।