/ Code of Conducts

১. প্রতিদিন নির্ধারিত সময়ে ছাত্রীদের পরিষ্কার ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে আসা এবং ক্লাশে উপস্থিত থাকা প্রতিটি ছাত্রীর অবশ্য কর্তব্য।

২. প্রতিদিন পড়ার ও লেখার কাজ বাড়ি থেকে নিয়মিতভাবে প্রস্তুত করে আনতে হবে।

৩. নিয়মিত উপস্থিতি গুরুত্বপূর্ণ এবং অবশ্য কর্তব্য।

৪. কোন ছাত্রী যদি বিনা অনুমতিতে পর পর সাত দিনের বেশি শ্রেণীতে অনুপস্থিত থাকে তবে তার বেতন নেওয়া হবে না এবং তার অভিভাবককে বিনা অনুমতিতে অনুপস্থিতির সন্তোষজনক কারণ প্রদর্শনপূর্বক ছুটির জন্য কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করতে হবে।

৫. ছুটি মঞ্জুর হলে জরিমানাসহ বেতনাদি গ্রহণ করা হবে।