/ Lesson Plan

এনসিটিবি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী আমরা প্রতি বছরই প্রত্যেক শ্রেণির জন্য পাঠ্যসূচি তৈরী করে এবং যথাযথভাবে সমাধান করে ছাত্রীদের পরবর্তী শ্রেণির জন্য উপযোগী করে গড়ে তুলি।  শ্রেণি অভীক্ষা, বাড়ির কাজ ও শ্রেণির কাজ সঠিক ভাবে তত্তাবধায়ন এবং মূল্যায়ন করা হয়।  যার ফলশ্রুতিতে প্রতিটি ছাত্রীই অর্ধ-বার্ষিক/প্রাক্‌ নির্বাচনী এবং বার্ষিক/নির্বাচনী পরীক্ষার পূর্বেই প্রস্তুত হয়ে ওঠে। 

 

ছাত্রীদের পরিপূর্ণ মানবিক বিকাশের লক্ষ্যে লেখা পড়ার পাশাপাসি বার্ষিক মিলাদ মাহফিল, খেলাধুলা, বিভিন্ন জাতিয় দিবস উৎযাপন, কম্পিউটার ক্লাবসহ বিভিন্নধরনের সহ-শিক্ষাক্রমিক কার্যাবলি অত্যান্ত গুরুত্বসহকারে সম্পন্ন করা হয়।